জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:৩৯ আপডেট: : ২৭ আগস্ট ২০২৫, ১৭:২০
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

যে কোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ইসি।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠকও করেছেন।

বৈঠকে কর্মপরিকল্পনার (রোডম্যাপ) অনুমোদন দিয়েছে কমিশন। এখন, যে কোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

এদিকে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ইসি’র শুনানি আজ বিকেলে শেষ হচ্ছে। 

শুনানি শেষে বিকেলে সার্বিক বিষয় নিয়ে ইসি’র সিনিয়র সচিব আকতার আহমেদের ব্রিফিং করার কথা রয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি এ বিষয়টিও (রোডম্যাপ) দেখা যাবে।’

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠক করেন।

ওই দিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনার বিষয়ে ইসি সচিব ব্রিফ করবেন।

গত ১৮ আগস্ট ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে ছিলেন, ‘একটা কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) বিষয়ে বলেছিলাম, আমরা এই সপ্তাহে এটা করবো। কর্মপরিকল্পনার তো আমাদের আন্তঃঅনুবিভাগ সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। কর্মপরিকল্পনার ড্রাফ্ট করা হয়েছে। ড্রাফ্টটি এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না : রেলপথ উপদেষ্টা
নির্বাচনী আসনে সীমানা নিয়ে ১,৮৯৩টি আপত্তি নিষ্পত্তি করেছে ইসি
গ্রামের ধীরগতির মহিষের গাড়ি আজ কেবলই স্মৃতি
বাংলাদেশের কাঁচা পাট ১২টি দেশে রপ্তানি হচ্ছে 
চট্টগ্রামের বায়েজিদ ও হালিশহর টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ড করা হবে : মেয়র
সুনামগঞ্জের সাংবাদিক ফজলুল হক সেলবর্সী ছিলেন জাতীয় কবির ঘনিষ্টজন
হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল ৬ সেপ্টেম্বর: কমিটি নির্বাচনে কমিশন গঠন
হিটের ১৫১ উপ-প্রকল্প বাস্তবায়নে ৪৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসি’র চুক্তি স্বাক্ষর
শ্রমিক ও মালিক পক্ষের পরামর্শেই শ্রম আইন যুগোপযোগী করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
১০