সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে : আনোয়ারুল ইসলাম

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের বিফ্রিং করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিবেশ ‘শতভাগ অনুকূলে’ রয়েছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, 'ভোটের পরিবেশ এখন পর্যন্ত শতভাগ অনুকূলে আছে। এখন পর্যন্ত এমন কোনো প্রতিকূল পরিস্থিতি কমিশনের নজরে আসেনি। যা নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।'

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা? এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন মনে করে না। আর ভোট কি সময়মতো হবে? জানতে চাইলে তিনি বলেন, 'ইতোমধ্যে আমাদের রোডম্যাপ দিয়েছি। রোডম্যাপই কথা বলছে।' তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, তফসিল ঘোষণার আগে নির্বাচন কবে হবে তা বলা সম্ভব নয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা যে প্রস্তাব করেছি, সেটা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। আইন মন্ত্রণালয়ে পাঠানোর কারণ হলো অন্যান্য আইনের সঙ্গে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, কিংবা প্রচলিত বিভিন্ন বিধানের সঙ্গে কোনো বিরোধ আছে কিনা? এসব যাচাই করেই তারা অনুমোদন দেবেন।'

অংশীজনদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, 'রোডম্যাপে রয়েছে যে এই মাসের শেষ দিকে আলোচনা শুরু হবে। আমরা আশা করছি, পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০