ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেপালে চলমান অস্থিরতার কারণে ভ্রমণ এড়িয়ে চলতে এবং ঘরে অবস্থান করার জন্য দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে জরুরি সতর্কতা জারি করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস।
এক বার্তায় দূতাবাস, অন্তর্মুখী যাত্রী কিংবা স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সবাইকে হোটেল বা বর্তমান অবস্থানস্থলে থাকার পরামর্শ দিয়েছে এবং বিদ্যমান নিরাপত্তাজনিত কারণে নেপালে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।
জরুরি সহায়তার জন্য সাদেক (+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯) এবং সরদা (+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১)-এই দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
নেপালে ‘জেন জেড আন্দোলন’ এর প্রেক্ষিতে এই সতর্কতাটি জারি করা হল। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন নিয়ন্ত্রক আইন অনুযায়ী নিবন্ধন না করায়, দেশটির সরকার সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে এই আন্দোলনের সূত্রপাত।
কাঠমাণ্ডুতে কমপক্ষে ১০ হাজারেরও বেশি তরুণ, মূলত শিক্ষার্থীরা, দুর্নীতি, সুযোগের অভাব, শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং ডিজিটাল সেন্সরশিপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন।
বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। যা নেপালে কয়েক দশকের মধ্যে একদিনে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে।