সম্প্রীতির নীতি মানুষকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫
আজ আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতি ও সহানুভূতির নীতি আমাদেরকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য করে। 

এজন্যই ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে নিন্দা করছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশস্থ ভ্যাটিকান এম্বেসি আয়োজিত ‘আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন’ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

তিনি বলেন, আমরা প্রান্তিক জনগণের অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রাখব। 

উপদেষ্টা ফিলিস্তিনে স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নকে উল্লেখ করেন। 

তিনি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় ভ্যাটিকানের অব্যাহত সমর্থনেরও ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরো বলেন, হলি সি (ভ্যাটিকান সরকার) বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধি ও  সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায়  এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা হলি সি’র সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের জন্যও অত্যন্ত গর্বিত।

উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে। আমরা ভবিষ্যতে হলি সি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী। 

আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কভোকাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
১০