ডাকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ছবি : বাসস

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ডাকসুর শতবর্ষপূর্তির বছরে অনুষ্ঠিত এই ৩৮তম নির্বাচন ছয় বছর পর আয়োজন করা হলো।

প্রথমবারের মতো ভোটগ্রহণ আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে আয়োজন করা হয়। নিবন্ধিত শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে নির্ধারিত আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোট দেন।

শিক্ষার্থীরা কার্জন হল, টিএসসি, ঢাকা ইউনিভার্সিটি ক্লাব, সেনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ, শারীরিক শিক্ষা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান করেন।

মোট ৪৭১ জন প্রার্থী ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর ১ হাজার ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন হল সংসদের ২৩৪টি পদে। ভোটার সংখ্যা ছিল প্রায় ৩৯ হাজার।

মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত জোট, বামপন্থী জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোট গণনার সরাসরি সম্প্রচার কেন্দ্রে বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে।

পুরো ভোটগ্রহণ চলাকালীন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে, যা দেশের জন্য একটি মডেল হতে পারে। ফলাফল আজ রাতেই ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আতাল-ওমরজাইয়ের ব্যাটিংয়ে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
১০