নেপালে চলমান বিক্ষোভের মুখে ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফেরত এলো বিমান 

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেপালে চলমান ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত থাকার কারণে কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার বিকেলে ১১৪ জন যাত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।

বিমানের মুখপাত্র আজ বিকেলে বাসস’কে বলেছেন, ‘আমাদের বোয়িং-৭৩৭ দ্বারা পরিচালিত বিজি-০৩৭১ ফ্লাইটটি আজ রাত সাড়ে ১২টা পর্যন্ত কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করায় ফিরে আসতে হয়েছে।’

বিমানটি নির্ধারিত সময় অনুসারে দুপুর ১২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে এবং স্থানীয় সময় দুপুর ২টায় কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির বাসস’কে বলেছেন, ‘কিন্তু বিমানটি যখন বিমানবন্দরের কাছে পৌঁছানোর পথে ছিল, তখন এটি অবতরণের ছাড়পত্র পায়নি।’

কাঠমান্ডুর আকাশসীমায় প্রায় ৫৫ মিনিট ঘোরাঘুরির পর ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরে আসে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

রওশন আরো জানান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ৯৪ জন যাত্রীর ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

তিনি বলেন, কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য বিমান হোটেলে থাকার ব্যবস্থা করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা: ভূমিধ্বসের আশঙ্কা 
১০