নেপালে চলমান বিক্ষোভের মুখে ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফেরত এলো বিমান 

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেপালে চলমান ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত থাকার কারণে কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার বিকেলে ১১৪ জন যাত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।

বিমানের মুখপাত্র আজ বিকেলে বাসস’কে বলেছেন, ‘আমাদের বোয়িং-৭৩৭ দ্বারা পরিচালিত বিজি-০৩৭১ ফ্লাইটটি আজ রাত সাড়ে ১২টা পর্যন্ত কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করায় ফিরে আসতে হয়েছে।’

বিমানটি নির্ধারিত সময় অনুসারে দুপুর ১২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে এবং স্থানীয় সময় দুপুর ২টায় কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির বাসস’কে বলেছেন, ‘কিন্তু বিমানটি যখন বিমানবন্দরের কাছে পৌঁছানোর পথে ছিল, তখন এটি অবতরণের ছাড়পত্র পায়নি।’

কাঠমান্ডুর আকাশসীমায় প্রায় ৫৫ মিনিট ঘোরাঘুরির পর ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরে আসে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

রওশন আরো জানান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ৯৪ জন যাত্রীর ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

তিনি বলেন, কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য বিমান হোটেলে থাকার ব্যবস্থা করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে
মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে : ধর্ম উপদেষ্টা
আতাল-ওমরজাইয়ের ব্যাটিংয়ে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
১০