প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ নিয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫-এর মূল বিষয়গুলো সম্পর্কে আজ সাংবাদিকদের অবহিত করেছে।

বুধবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ সম্পর্কে অবহিত করা হয়।

কর্মশালায় জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার ৫০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করে বিপিপিএ।

গত দুই মাস ধরে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়।

বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব এস. এম. মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন।

বিপিপিএ’র পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি এ বিষয়ে বিপিপিএ আয়োজিত প্রতিটি পরামর্শ কর্মশালায় প্রেজেন্টেশন দিয়েছেন।

আইএমইডি সচিব বলেন, চলমান পাবলিক প্রকিউরমেন্ট সংস্কার প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন অংশীজনদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিপিপিএ’র সিইও প্রস্তাবিত পিপিআর, ২০২৫ প্রণয়নের পটভূমি, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মঈন উদ্দিন আহমেদ বলেন, সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট বিধি-বিধানে পরিবর্তন আনা হচ্ছে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার কারণে সরকারি ক্রয়ে দুর্নীতি কমেছে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ সংশোধনের ধারাবাহিকতায় খসড়া পিপিআর, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এটি ২০২৫ সালের ৪ মে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। 

বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮-কে সংশোধিত পিপিএ, ২০০৬-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সংস্কারের প্রয়োজন। পরামর্শ প্রক্রিয়ার সময় অংশীজনরা এতে বিস্তৃত পরিসরে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। 

এতে সম্পূর্ণ নতুন নিয়ম চালুর বিষয়টিকে আরো বাস্তবসম্মত করে তুলেছে। ফলস্বরূপ, বিপিপিএ প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর খসড়া প্রণয়ন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০