প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ নিয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫-এর মূল বিষয়গুলো সম্পর্কে আজ সাংবাদিকদের অবহিত করেছে।

বুধবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ সম্পর্কে অবহিত করা হয়।

কর্মশালায় জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার ৫০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করে বিপিপিএ।

গত দুই মাস ধরে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়।

বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব এস. এম. মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন।

বিপিপিএ’র পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি এ বিষয়ে বিপিপিএ আয়োজিত প্রতিটি পরামর্শ কর্মশালায় প্রেজেন্টেশন দিয়েছেন।

আইএমইডি সচিব বলেন, চলমান পাবলিক প্রকিউরমেন্ট সংস্কার প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন অংশীজনদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিপিপিএ’র সিইও প্রস্তাবিত পিপিআর, ২০২৫ প্রণয়নের পটভূমি, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মঈন উদ্দিন আহমেদ বলেন, সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট বিধি-বিধানে পরিবর্তন আনা হচ্ছে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার কারণে সরকারি ক্রয়ে দুর্নীতি কমেছে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ সংশোধনের ধারাবাহিকতায় খসড়া পিপিআর, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এটি ২০২৫ সালের ৪ মে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। 

বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮-কে সংশোধিত পিপিএ, ২০০৬-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সংস্কারের প্রয়োজন। পরামর্শ প্রক্রিয়ার সময় অংশীজনরা এতে বিস্তৃত পরিসরে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। 

এতে সম্পূর্ণ নতুন নিয়ম চালুর বিষয়টিকে আরো বাস্তবসম্মত করে তুলেছে। ফলস্বরূপ, বিপিপিএ প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর খসড়া প্রণয়ন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০