তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৪
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে। 

তিনি বলেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পরিবার, স্কুল, কমিউনিটি সব জায়গায় এ বিষয়ে আলোচনা শুরু করা জরুরি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ‘ইয়ুথ মেন্টাল হেলথ এন্ড সুইসাইড প্রিভেনশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা মানসিক স্বাস্থ্যকে যতক্ষণ না সামাজিক ট্যাবুর বাইরে এনে স্বাভাবিক চিকিৎসার অংশ করবো, ততক্ষণ তরুণদের জীবন নিরাপদ হবে না।

তিনি বলেন, সাইবার বুলিং, সোশ্যাল হ্যারেজমেন্ট, ফেক নিউজ, যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর নিরাপদ অ্যালায়েন্সের বোর্ড মেম্বার ড. নাজিয়া ওনি মানসিক স্বাস্থ্য জরিপভিত্তিক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যেখানে দেখা যায় সমাজের বড় অংশের তরুণ-তরুণী মানসিক চাপে ভুগলেও সামাজিক ভয়, কুসংস্কার এবং কি বলবে মানুষ, ভাবনায় তারা কাউন্সেলিংয়ের সুযোগ নেয় না।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব নাজমুল হাসান, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, নিরাপদ অ্যালায়েন্সের পরিচালক মাসুদ মোহাম্মদ এবং এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

তারা সরকারের মানসিক স্বাস্থ্য নীতিমালা ও আসন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন নিরাপদ অ্যালায়েন্সের সাথে কোলাবোরেশন করে ৬৪ জেলায় কাউন্সেলিং সেন্টার স্থাপন জরুরি।

বৈঠকে বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধির মধ্যে কসোভোর উপমিশন প্রধান এনিস জেমাইলি, সৌদি আরবের ইয়াসির শেশাহ, মালয়েশিয়ার হাওজান হাসনোল এবং সুইডেন দূতাবাসের ড. জহিরুল ইসলাম তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় আরও বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কবিতা বোস, ইউএন উইমেনের হুমায়রা, ইউএনডিপির ফয়সাল বিন মজিদ, ইউনিসেফের ড. এলিসা ক্যাল্পনা, এমজেএফ এর তানজিন কিবরিয়া লাবণ্য, অ্যাকশনএইডের জোহরা বিনতে জামান বনী, ডব্লিউএইচও-র মানসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. এহসানুল কবির, সেভ দ্য চিলড্রেনের রুনা খন্দকার, ইউএনওপিএস এর ওবায়দুল হক এবং নিরাপদ আ্যলায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০