তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার গাজীপুরের মৌচাকে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনের শক্তি বাড়াচ্ছে না, বরং দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে।’

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়তে আইসিটি বিভাগ দেশব্যাপী এআই এবং তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে। পাশাপাশি তিনি স্কাউটদের নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সেবামূলক মনোভাব অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান, উদ্ভাবন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অন্যতম দূত হয়ে উঠবে। তিনি স্কাউট আন্দোলনের সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয়কে তরুণ প্রজন্মকে আরও দক্ষ, গতিশীল এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।

১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ জাম্বুরীর এবারের প্রতিপাদ্য ছিল- ‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’। এতে প্রশিক্ষণ, কর্মশালা, উদ্ভাবনী প্রদর্শনীসহ নানা কার্যক্রমের মাধ্যমে স্কাউটদের প্রযুক্তি দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অনুষ্ঠানস্থলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মিউজিয়াম বাস ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অ্যাডহক কমিটির সদস্য আবু সালেহ মো. মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে আটটি ম্যাচ অনুষ্ঠিত
নির্বাচনী দায়িত্ব পালনে চট্টগ্রাম নগর পুলিশের প্রশিক্ষণ শুরু 
নীলফামারীতে দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০