টেকসই পর্যটনের জন্য পরিচ্ছন্নতা ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬ আপডেট: : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি, সাইকেল র‌্যালি, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : পিআইডি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পর্যটন রক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উদ্যোগে 'টেকসই উন্নয়নে পর্যটন' শ্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি, সাইকেল র‌্যালি, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনের প্রতি আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত-সবই আমাদের অমূল্য সম্পদ। 

এসব সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। দায়িত্বশীল পর্যটন চর্চায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না : সিইসি
মুন্সীগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের : সিএ ফ্যাক্ট চেক
ঝালকাঠিতে রঙ-তুলির শেষ আঁচড়ে ফুটে উঠছে দেবীর সৌন্দর্য 
দেবী দুর্গাকে বরণ করতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার ৫৭৮টি পূজামণ্ডপ
বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত 
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 
পিরোজপুরে টাইফয়েড সচেতনতায় কর্মশালা
ঢাবির ১২ দিনের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত
খুলনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র বস্ত্র বিতরণ
১০