১ নভেম্বর থেকে ওআইএমএস-এ ‘কমার্শিয়াল ইনভয়েস’ রিপোর্টিং ট্যাব চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:০৩

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): আমদানি বাণিজ্য প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বাংলাদেশ ব্যাংক তার বিদ্যমান অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) নতুন একটি বাধ্যতামূলক রিপোর্টিং ট্যাব যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে আজ এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক ওআইএমএসে ‘কমার্শিয়াল ইনভয়েস’ শিরোনামে নতুন একটি রিপোর্টিং ফিচার চালুর ঘোষণা দিয়েছে।

আমদানি বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ করার জন্য গৃহীত এই পদক্ষেপের ফলে অনুমোদিত ডিলারদের (এডি) এখন থেকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

নতুন নির্দেশনা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এটি ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-এর ২০ (৩) ধারা এবং ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন-এর ৪৫ (১) (ঘ) ধারার আওতায় জারি করা হয়েছে।

বর্তমানে অনুমোদিত ডিলাররা বাংলাদেশ ব্যাংকের ওআইএমএস-এ আমদানি সংক্রান্ত লেনদেন ও তথ্য রিপোর্ট করে থাকে। নতুন ট্যাব চালুর পর এডিদের এখন কমার্শিয়াল ইনভয়েস ও অন্যান্য প্রাসঙ্গিক নথি থেকে নির্দিষ্ট তথ্য রিপোর্ট করতে হবে।

সুষ্ঠুভাবে নির্দেশনা বাস্তবায়নের জন্য এডিদের ওআইএমএসের নির্দিষ্ট গাইডলাইনে বর্ণিত রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।

এই নির্দেশনাগুলো ওআইএমএসে নিম্নলিখিত পথ অনুসরণ করে পাওয়া যাবে:
Documents > Other Documents/Guidelines > Commercial Invoice Data Entry/Upload Manual

উল্লেখযোগ্য যে, ওআইএমএস বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মনোনীত অনলাইন সিস্টেমগুলোর সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)’র মাধ্যমে যুক্ত হওয়ায় এর কার্যকারিতা আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০