১ নভেম্বর থেকে ওআইএমএস-এ ‘কমার্শিয়াল ইনভয়েস’ রিপোর্টিং ট্যাব চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:০৩

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): আমদানি বাণিজ্য প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বাংলাদেশ ব্যাংক তার বিদ্যমান অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) নতুন একটি বাধ্যতামূলক রিপোর্টিং ট্যাব যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে আজ এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক ওআইএমএসে ‘কমার্শিয়াল ইনভয়েস’ শিরোনামে নতুন একটি রিপোর্টিং ফিচার চালুর ঘোষণা দিয়েছে।

আমদানি বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ করার জন্য গৃহীত এই পদক্ষেপের ফলে অনুমোদিত ডিলারদের (এডি) এখন থেকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

নতুন নির্দেশনা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এটি ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-এর ২০ (৩) ধারা এবং ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন-এর ৪৫ (১) (ঘ) ধারার আওতায় জারি করা হয়েছে।

বর্তমানে অনুমোদিত ডিলাররা বাংলাদেশ ব্যাংকের ওআইএমএস-এ আমদানি সংক্রান্ত লেনদেন ও তথ্য রিপোর্ট করে থাকে। নতুন ট্যাব চালুর পর এডিদের এখন কমার্শিয়াল ইনভয়েস ও অন্যান্য প্রাসঙ্গিক নথি থেকে নির্দিষ্ট তথ্য রিপোর্ট করতে হবে।

সুষ্ঠুভাবে নির্দেশনা বাস্তবায়নের জন্য এডিদের ওআইএমএসের নির্দিষ্ট গাইডলাইনে বর্ণিত রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।

এই নির্দেশনাগুলো ওআইএমএসে নিম্নলিখিত পথ অনুসরণ করে পাওয়া যাবে:
Documents > Other Documents/Guidelines > Commercial Invoice Data Entry/Upload Manual

উল্লেখযোগ্য যে, ওআইএমএস বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মনোনীত অনলাইন সিস্টেমগুলোর সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)’র মাধ্যমে যুক্ত হওয়ায় এর কার্যকারিতা আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০