শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, চট্টগ্রামে ৮টি বিমান অবতরণ 

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:১৭
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দু’টি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান অবতরণ করে। বিকেল ৫টার মধ্যে আন্তর্জাতিক রুটের আরও চারটি বিমান অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, প্রথম দফায় আসা দু’টি আন্তর্জাতিক বিমানের মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট, যেটি ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের জন্য আসে। আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকার উদ্দেশে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট। এছাড়া, দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে অবতরণ করতে না পেরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

দ্বিতীয় দফায় আসা চার বিমানের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইনসের দু’টি ও বাংলাদেশ বিমানের দু’টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট।

এর আগে, শনিবার বেলা আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনীর দু’টি ফায়ার ইউনিট এবং দুই প্লাটুন বিজিবি কাজ করছে।

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরণের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেন পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু
নির্বাচনকে সামনে রেখে বিএনপি কর্মীদের মাঠে থাকতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
রাকসুর নবনির্বাচিত কমিটিকে ভিসির অভিনন্দন
পঞ্চগড়ে দিনব্যাপী সাইন্স ফেস্ট অনুষ্ঠিত
নেত্রকোণায় ঘর পেল শহীদ রমজানের পরিবার
রাঙ্গামাটির নানিয়ারচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব
শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ টাকার সহায়তা
বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে : সাবেক এমপি শহীদুল আলম
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪,৫৮১ মামলা 
পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে : ফখরুল
১০