ঢাকায় আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশন সভা আয়োজন করবে আইসিসি বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:১৭

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ব্যাংকিং কমিশন, প্যারিস ২০২৭ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ঢাকায় আইসিসি বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশন সভা আয়োজনের প্রস্তাব করেছে।

এই প্রস্তাবটি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশন সভায় গৃহীত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, এই বৈশ্বিক সভাটি প্রতিবছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। আগামী ২০২৬ সালের সভাটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। বর্তমানে আইসিসি ব্যাংকিং কমিশনের সদস্য সংখ্যা ৬০টিরও বেশি দেশের ৮০০-এর অধিক।

এই সভাগুলোতে অংশগ্রহণ করেন আইসিসি ন্যাশনাল কমিটির সদস্য, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক, সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রতিষ্ঠান, কর্পোরেট, ফিনটেক ও প্রযুক্তি কোম্পানি, উন্নয়ন অর্থায়ন সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আইনজীবী প্রতিষ্ঠান এবং বীমা সংস্থার প্রতিনিধিরা।

২০২৫ সালের কার্যক্রম পর্যালোচনা শেষে আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশন ২০২৬ সালের জন্য ‘প্ল্যান অব অ্যাকশন’ প্রণয়ন করেছে। পরিকল্পনায় ব্যাংকার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং নারী উদ্যোক্তাদের জন্য কর্মশালা আয়োজনের পাশাপাশি সেমিনার, রাউন্ড টেবিল ও সংলাপের ব্যবস্থা করার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কমিশনের আরও নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আলোচনার মূল বিষয় হবে—আর্থিক প্রতিষ্ঠানের ওপর এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব, আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন, সাইবার নিরাপত্তা এবং ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০