ঢাকায় আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশন সভা আয়োজন করবে আইসিসি বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:১৭

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ব্যাংকিং কমিশন, প্যারিস ২০২৭ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ঢাকায় আইসিসি বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশন সভা আয়োজনের প্রস্তাব করেছে।

এই প্রস্তাবটি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশন সভায় গৃহীত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, এই বৈশ্বিক সভাটি প্রতিবছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। আগামী ২০২৬ সালের সভাটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। বর্তমানে আইসিসি ব্যাংকিং কমিশনের সদস্য সংখ্যা ৬০টিরও বেশি দেশের ৮০০-এর অধিক।

এই সভাগুলোতে অংশগ্রহণ করেন আইসিসি ন্যাশনাল কমিটির সদস্য, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক, সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রতিষ্ঠান, কর্পোরেট, ফিনটেক ও প্রযুক্তি কোম্পানি, উন্নয়ন অর্থায়ন সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আইনজীবী প্রতিষ্ঠান এবং বীমা সংস্থার প্রতিনিধিরা।

২০২৫ সালের কার্যক্রম পর্যালোচনা শেষে আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশন ২০২৬ সালের জন্য ‘প্ল্যান অব অ্যাকশন’ প্রণয়ন করেছে। পরিকল্পনায় ব্যাংকার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং নারী উদ্যোক্তাদের জন্য কর্মশালা আয়োজনের পাশাপাশি সেমিনার, রাউন্ড টেবিল ও সংলাপের ব্যবস্থা করার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কমিশনের আরও নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আলোচনার মূল বিষয় হবে—আর্থিক প্রতিষ্ঠানের ওপর এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব, আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন, সাইবার নিরাপত্তা এবং ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
ঢাবিতে বিনামূল্যে ফার্স্ট এইড প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করছে ডাকসু
১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস
নতুন বাড়িভাড়া গ্রহণ করে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন : প্রত্যাশা শিক্ষা উপদেষ্টার
১০