শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২২:২৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ফাইল ছবি

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫(বাসস): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তসহ আগুন লাগা প্রতিরোধে কোর কমিটি গঠন করেছে সরকার। ১২ সদস্যের এ কমিটির প্রধান হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

আজ বিকালে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তঃমন্ত্রনালয় জরুরি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন লাগার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা সভায় সেটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে আজ এই সভা হয়েছে।

তিনি বলেন, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এটি ১২ সদস্য বিশিষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটির নেতৃত্বে থাকবেন। এ কমিটির সভা আবার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। তাই আগামী ৫ নভেম্বরের মধ্যে এ কমিটি রিপোর্ট দাখিল করবে। এই কমিটির সুপারিশ অনুসারে পরবর্তী পরিকল্পনা নেয়া হবে।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কমিটির রিপোর্ট পেলে সরকারের পক্ষ থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে। 

আজকে মন্ত্রীপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবরা উপস্থিত ছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জরুরি এ সভার আহ্বান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
১০