অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা বাস্তবায়ন কর্মপরিকল্পনা নির্ধারণে সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৪১
প্রতীকী ছবি

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর কারিগরি সহায়তায় ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণা বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে দ্বিতীয় পর্যায়ের সভা আজ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, গৃহায়ন ও গণপূর্ত, পল্লী উন্নয়ন ও সমবায়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্রমবর্ধমান অসংক্রামক রোগ ও অকালমৃত্যু রোধে আন্তঃমন্ত্রণালয় সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হয়েছে।

সভায় শিক্ষা, যুব, ক্রীড়া ও নগর উন্নয়ন খাতের প্রতিনিধিরা সমাজে সচেতনতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন।

যৌথ ঘোষণার অঙ্গীকারসমূহ বাস্তবায়নের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মতামত দেওয়া হয়। আলোচনায় পারস্পরিক সমন্বয়, যৌথ জবাবদিহিতা কাঠামো এবং কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদারকি কমিটি গঠন, বিদ্যালয়ে হেলথ প্রমোটিং স্কুল (এইচপিএস) কাঠামো সংযোজন, তামাক ও মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি, স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ, কারিগরি ও ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা জোরদার, হেলথ মার্কেট ও হেলথি রুরাল মার্কেট সার্টিফিকেশন প্রবর্তন এবং যুবদের মধ্যে ‘মুভ বাংলাদেশ’ ও ‘ফিট ইয়ুথ, ফিট ন্যাশন’ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তাব করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, অসংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় একটি অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০