যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৬
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত আমদানিকৃত গম নিয়ে এমভি নোরস স্ট্রিড জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে। ছবি: পিআইডি

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ প্রথমবারের মতো জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করছে।

উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়।

বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে চুক্তিটি সই হয়। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নোরস স্ট্রিড জাহাজটি আজ (শনিবার) চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছায়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০