আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৯
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন আজ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আনসার ও ভিডিপি সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনস্যুলার কর্নেল বোরাত তাসদেলেন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ উপস্থিত ছিলেন।

আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং তুরস্কের জেন্ডারমারি ফোর্সের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উভয় পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ‘দ্য টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিকা) কার্যক্রমের আওতায় সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ আনসার ও ভিডিপির দক্ষ জনশক্তি উন্নয়ন এবং ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে সদস্যদের জীবিকাগত উন্নয়নের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের আনসার ও ভিডিপি এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি নিরাপত্তা, প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আগামীকাল 
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি: আইএমএফ
শিগগিরই মুড়িকাটা পেঁয়াজ বাজারে চলে আসবে: কৃষি উপদেষ্টা
গত বছর যক্ষ্মায় ১২ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংসদ নির্বাচন: আরো ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ রোববার
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল
১০