
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপি কমিশনার, টাঙ্গাইলের পুলিশ সুপার এবং এআইজির (মিডিয়া অ্যান্ড পিআর) ছবির সঙ্গে কৃত্রিম স্বর যুক্ত করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের একটি প্রবণতা লক্ষ্য করা গেছে। এসব ভিডিওর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতা ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের বানোয়াট ভিডিও তৈরি ও প্রচার করছে বলে সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য, ছবি, বক্তব্য, অডিও বা ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই না করে লাইক, মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সব নাগরিকের প্রতি অনুরোধ করা হল।