নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২২:২৪ আপডেট: : ১৩ নভেম্বর ২০২৫, ২২:২৭

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (বাসস) : হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে রক্ষা পাওয়া বাংলাদেশ আবারো শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সফরকারী নেপালের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। 

দ্বিতীয়ার্ধে হামজার দুই গোলে বাংলাদেশ যখন জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দিনেশের কর্ণার থেকে অনন্তর ব্যাকহিলে মিতুল পরাস্ত হলে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। সেই সাথে বাংলাদেশের জয়ের সুবর্ণ সুযোগ আরো একবার হাতছাড়া হলো। 

প্রথমার্ধে অনেকটাই আগোছালো ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে হলেও তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৩ মিনিটে প্রথম ও ২০ মিনিটে দ্বিতীয় কর্ণার থেকেও কিছুই আদায় হয়নি বাংলাদেশের। 

২৬ মিনিটে ডি বক্সের ভিতর রাকিবের টাচে শেষ মুহূর্তে ফাহিম বল নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হলে বাংলাদেশের ভাল একটি সুযোগ নষ্ট হয়। 

২৯ মিনিটে ডি বক্সের উপর থেকে সুমিত শ্রেষ্ঠার কাটব্যাকে অভিজ্ঞ রোহিত চাদ নেপালকে এগিয়ে দেন (১-০)। রোহিত বেশ খানিকটা দুর থেকে শট নিলেও বাংলাদেশের ডিফেন্ডাররা আটকাতে পারেননি। পরের মিনিটে ফাহিমের শট নেপালের গোলরক্ষক কিরন কুমান লিম্বু আটকে দেন। 

৩৭ মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে ফাহিমের শট ডিফেন্ডারের পায়ে লাগলে আবারো হতাশ হতে হয় বাংলাদেশকে। 

৪৩ মিনিটে বামদিক থেকে রাকিবের ক্রসে ফাহিমের দূর্বল হেড সহজেই নিজের গ্রিপে নেন প্রতিপক্ষ গোলরক্ষক। 

প্রথমার্ধে পিছিয়ে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরান ইংলিশ ফুটবলার হামজা। ৪৬ মিনিটে দারুন এক আক্রমন থেকে ডানদিকে ফাহিমের ক্রসে নেপালের ডিফেন্ডারের হেডের বল চলে যায় জামালের পায়ে। বাংলাদেশের অধিনায়কের দারুন এক এ্যাসিস্টে হামজা চৌধুরীর অসাধারণ বাইসাকেল কিকে বাংলাদেশ সমতা ফেরায় (১-১)। বিরতির পর বদলী বেঞ্চে থাকা শমিতকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। 

ম্যাচে ফিরে উজ্জীবিত বাংলাদেশকে তিন মিনিট পর এগিয়ে দেন সেই হামজাই। ডি বক্সের ভিতর রাকিবকে ফাউল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষ ডিফেন্ডার সুমন শ্রেষ্টা। স্পট কিক থেকে গোলরক্ষককে উল্টোদিকে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দিতে কোন ভুল করেননি হামজা (২-১)। 
৬০ মিনিটে দুটি পরিবর্তণ করে নেপাল। 

৬২ মিনিটে বদলী খেলোয়াড় দিনেশ হেনজানের শট পোস্টে লেগে ফেরত আসলে সমতায় ফেরা হয়নি নেপালের। ৭০ মিনিটে একসাথে তিনটি পরিবর্তন হয় বাংলাদেশ দলে। ফাহিম, জায়ান আহমেদ ও সোহেল রানা পরিবর্তে শাকিল আহাদ তপু, মো: হৃদয় ও শাহিরয়ার ইমন মাঠে নামেন। 

৮০ মিনিটে হামজার পরিবর্তে মাঠে অভিষেক হয় কিউবা মিচেলের। কিছুটা চোট পাওয়ায় হামজাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। অনেকটাই পরিবর্তিত দল নিয়ে বাংলাদেশ আর প্রতিরোধ গড়তে পারেনি। নেপালও এই সুযোগে একের পর এক আক্রমন করে বাংলাদেশের রক্ষনভাগকে ব্যস্ত করে তুলে। সেই ধারাবাহিকতায় তারা সফলও হয়েছে। 

তিনটি পরিবর্তণ করে আজকের ম্যাচে নেমেছিল বাংলাদেশ। সর্বশেষ ১৪ অক্টোবর হংকং ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে আজকের দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মোরছালিন, শমিত সোম ও শাকিল আহাদ তপু। দলে ফিরেছেন সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা (সিনিয়র), রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
রাজধানীতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
১০