শিল্প ও শিক্ষার যৌথ গবেষণায় নতুন যুগের সূচনা করলো খুলনা বিশ্ববিদ্যালয়

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২১:৫৩

খুলনা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উচ্চশিক্ষা পর্যায়ে প্রথমবারের মতো শিল্প ও শিক্ষার যৌথ গবেষণা উৎসাহিত করতে ‘কোলাবোরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম(সিআরজিপি)’ চালু করে ইতিহাস সৃষ্টি করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ)।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আরআইসি আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

সিআরজিপির  আওতায় মোট ১১টি প্রকল্পের জন্য ১ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (আরজিপি)এর আওতায় ৩৯টি প্রকল্পে ২ কোটি ৭ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে গবেষণা অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘গবেষণার মাধ্যমে সমাজ, অর্থনীতি ও প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই যৌথ অনুদানের মাধ্যমে শিল্প ও শিক্ষার মধ্যে গবেষণার নতুন অধ্যায়ের সূচনা হলো।’

উপাচার্য গবেষণার প্রকৃত মূল্য মানবকল্যাণে এর বাস্তব প্রয়োগে নিহিত বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গবেষকদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও জীবিকায় সৃজনশীল ভূমিকা রাখতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যেই নয়, বরং সামাজিকভাবে দায়িত্বশীল গবেষণায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও পথপ্রদর্শক হতে চায়।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রতিবছর গবেষণায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের উৎসাহ দিতে বাজেট বৃদ্ধি করছে এবং প্রকাশনার জন্য প্রণোদনা চালু করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরন্নবী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআইসি-এর পরিচালক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন যুগ্ম পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।

অনুদানপ্রাপ্তদের পক্ষ থেকে কৃষি প্রযুক্তি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম এবং অর্থনীতি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিশাদ নাসরিন তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে একই স্থানে ‘প্রকল্প ব্যবস্থাপনা’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আরআইসি-এর যুগ্ম পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান স্বাগত বক্তব্য দেন।

অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন ‘রিসার্চ প্রজেক্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে আলোচনা করেন এবং ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন সিআরজিপি এন্ড আরজিপি’ বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. খান মেহেদী হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
রাজধানীতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
১০