ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২২:০০
আজ বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌদি সরকারের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ-এর সাক্ষাৎ হয়। ছবি : বাসস

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছেন সৌদি সরকারের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ। 

আজ বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা প্রদেশে মন্ত্রীর অফিসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশি মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ধর্ম উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

এ সাক্ষাতে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌদি মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি দ্বীনি দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এরূপ কার্যক্রমকে সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন সৌদি মন্ত্রী।

ধর্ম  উপদেষ্টা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবা এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার সৌদি সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। 

এছাড়া, সৌদি বাদশাহ ও  যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেয় সহায়তার প্রশংসা করেন। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

এসময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
রাজধানীতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
১০