বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫২
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৬

রাজধানীর গুলশানের বহুতল ভবনের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : রাজধানীর গুলশান-২ এ বহুতল ভবনের আগুন রাত ১১টার দিকে  নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর একটি দল এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ১২তলা ভবনের বিভিন্ন তলা থেকে ২ জন শিশু ও ৪ জন নারীসহ মোট ২২ জন জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত  ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে বলেন, অগ্নিকান্ডের নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে। তবে এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনের ভিতর থেকে শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত  তিনি সেখানে অবস্থান করছিলেন। এছাড়া ফায়ার সার্ভিসসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।