বাসস
  ০২ এপ্রিল ২০২৩, ১৭:৪০

দৈনিক সচেতন বাংলাদেশ পত্রিকার উদ্বোধন করেছেন স্পিকার

ঢাকা, ২ এপ্রিল ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকাটি এগিয়ে যাবে। দৈনিক পত্রিকাটি জাতীয় সংসদের সংবাদসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নারী অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
এসময় পত্রিকাটির সম্পাদক মো. ইব্রাহীম খলিল স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি পত্রিকাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কে এম শামীম ওসমান এমপি, স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম, এ, কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।