বাসস
  ০৪ এপ্রিল ২০২৩, ১৯:৪০

প্রধানমন্ত্রীর কাছে ৪৭টি অডিট রিপোর্ট হস্তান্তর সিএজি’র

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৩ (বাসস) : বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেছে।
সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর মূল্যায়নের জন্য মোট ৪৭টি অডিট রিপোর্ট পেশ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বলেন, প্রতিবেদনের মধ্যে দুটি আর্থিক অডিট রিপোর্ট, একটি পারফরম্যান্স অডিট রিপোর্ট, ৪৩টি কম্পøায়েন্স অডিট রিপোর্ট ও একটি অডিটেড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।