শিরোনাম
নরসিংদী, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে, তবে যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যেখানে পেশি শক্তি ও কালো টাকার খেলা থাকবে না।
আজ শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটার তালিকা সংশোধন করা জরুরি। ভুয়া ভোটারদের বাদ দিয়ে নতুন ভোটারদের তালিকাভুক্ত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান প্রশাসনের ভূমিকা উল্লেখ করে বলেন, যেসব কর্মকর্তা অতীতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছেন, তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চান না। তবে সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের দায়িত্ব পালনে জনগণ তাদের পাশে থাকবে।
জামায়াতের কার্যালয় বন্ধ করে রাখা এবং দলীয় নিবন্ধন বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা এখনো নিবন্ধন ফিরে পাইনি। এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক। অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। অবিলম্বে আমাদের প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।’
তিনি বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা করতে হবে। পাশাপাশি অতীতের শাসনামলে চাঁদাবাজি, নিপীড়ন ও জুলুমের কথা উল্লেখ করে বলেন, ‘জুলাই আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি।’
জামায়াতের আমির বলেন, 'জামায়াত বাংলাদেশের সবচেয়ে মজলুম দল। স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম আমাদের স্পর্শ করেনি। কিন্তু যারা ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি ও লুটপাট করেছে। জামায়াতের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে সে ধরনের অভিযোগ নেই।'
তিনি দ্রুত সময়ের মধ্যে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ.ফ.ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, এডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ.জ.ম রহুল কুদ্দুস এবং নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন।