সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি,, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে গণ অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে শহিদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেনের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন, আলোচনা সভা ও তিন শহিদ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আ.হ.মো. খোকন প্রমুখ।