চট্টগ্রামে করোনা আক্রান্ত কিডনি রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১০

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৯:৫২
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ১৬ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ বছরে প্রথম মৃত্যুবরণকারী শফিউল  মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি সমস্যায় ভুগছিলেন এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নগরের পাঁচটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১২০টি নমুনা পরীক্ষা করে  নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগরের এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী-গত আট দিনে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই মহানগরের বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

করোনা সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০