নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে’, ২০২৫

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৭:৫৮
এমআইএসটি’তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে রোববার ‘ফ্রেশার্স ডে’, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ছবি: আইএসপিআর

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে রোববার ‘ফ্রেশার্স ডে’, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

এতে আরও জানানো হয়, রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন।

চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি-এর ১১টি বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আর্কিটেকচার বিভাগে মোট ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি হন, যাদের মধ্যে ১৭৩ জন সামরিক বাহিনীর সদস্য।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর এক প্রেজেন্টেশন ও প্রামাণ্য চিত্রের মাধ্যমে এমআইএসটি’র একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। 

অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। 

এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। 

লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এমআইএসটি-এর বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানগণ, ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, স্টাফ অফিসারবৃন্দ, নবীন শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত এই অনুষ্ঠান নতুন শিক্ষাবর্ষের এক আশাব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 
মাগুরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
চাঁদপুরে কৃতি শিক্ষার্থীরা পেল বাইসাইকেল
চট্টগ্রামে ৫ মাছ ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ
চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে  ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল বিএসএফ
ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: সিনিয়র সচিব
সম্প্রীতির নীতি মানুষকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 
পুরনো মামলা পুনঃনথিভুক্তিতে হত্যার পরিসংখ্যান বেড়েছে, অন্য অপরাধ কমেছে
১০