
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দিনে বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা ও হতাশা ছড়িয়ে পড়েছে। বাজারে বিক্রয় চাপ বাড়ায় সূচকও চাপের মুখে পড়েছে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ১৯৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৫৩ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ৬৩৬ টাকা।
সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪১.৯৪ পয়েন্ট কমে ৫,০১৯.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৪.৭৪ পয়েন্ট কমে ১,৯৪৬.২৫ এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৯০ পয়েন্ট কমে ১,০৫৫.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি সিকিউরিটিজের মধ্যে মাত্র ৫৬টির দর বেড়েছে, বিপরীতে ২৭৭টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল। আজ ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৯০,৫৯০ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ১৬৯ টাকা।
লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি : সামিট অ্যালায়েন্স, পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, মনো স্পুল, খান ব্রাদার্স পিপি, ওরিয়ন ইনফিউশন, মুন্নু ফেব্রিক্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিভিও পিআরএল ও কে অ্যান্ড কিউ।
দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি : মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, মুন্নু অ্যাগ্রো, আনোয়ার গ্যালভানাইজিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, কাসেম ইন্ডাস্ট্রিজ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড।
দরপতনে শীর্ষ ১০ কোম্পানি : ফার কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, বিআইএফসি, জেমিনী সী ফুড, খান ব্রাদার্স পিপি, সোনালী পেপার, নূরানী ডাইং ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ক্যাটাগরিভিত্তিক পরিস্থিতি : ‘এ’ ক্যাটাগরির মেয়ারের দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৬৭টির, ‘বি’ ক্যাটাগরির বেড়েছে ১২টি, কমেছে ৫৮টির এবং ‘জেড’ ক্যাটাগরির বেড়েছে ১৯টির এবং কমেছে ৫২টি শেয়ারের দাম। এছাড়া মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে ৬টির, কমেছে ১৭টির এবং করপোরেট বন্ডের দাম কমেছে ২টির, আর অপরিবর্তিত রয়েছে ১টির।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগকারীদের দ্বিধাদ্বন্দ্ব বাজারে স্থবিরতা তৈরি করেছে। তারা দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে মৌলভিত্তিক শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।