সাতক্ষীরায় দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:৪০
দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস ও মিষ্টি মহল নামের দু’টি মিষ্টির দোকানে এ অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস ও মিষ্টি মহল-সহ বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। এ সময় মিষ্টি মহল ও প্রমিজ সুইটস-এ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দু’টিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পচা-বাসি, মেয়াদোত্তীর্ণ দ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০