সাতক্ষীরায় দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:৪০
দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস ও মিষ্টি মহল নামের দু’টি মিষ্টির দোকানে এ অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস ও মিষ্টি মহল-সহ বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। এ সময় মিষ্টি মহল ও প্রমিজ সুইটস-এ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দু’টিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পচা-বাসি, মেয়াদোত্তীর্ণ দ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
১০