সাতক্ষীরায় দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:৪০
দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস ও মিষ্টি মহল নামের দু’টি মিষ্টির দোকানে এ অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস ও মিষ্টি মহল-সহ বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। এ সময় মিষ্টি মহল ও প্রমিজ সুইটস-এ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দু’টিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পচা-বাসি, মেয়াদোত্তীর্ণ দ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০