ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবিতে সমাবেশ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৩১
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: বাসস

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংহতি সমাবেশ করেছে ছাত্র-শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন ও ফিলিস্তিনে ন্যায়বিচারের দাবিতে নানান স্লোগান দেন। সকাল থেকেই বিক্ষোভকারীদের নানান স্লোগানে মুখরিত ছিল ক্যাম্পাস। স্লোগানের মধ্য দিয়ে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতির কথা উঠে এসেছে।

শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা এবং ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে সংহতি সমাবেশে যোগ দেয়।

ঢাবি শিক্ষার্থী তামিম আহসান বাসসকে বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণের ডাকা বিশ্বব্যাপী ধর্মঘটের সঙ্গে সংহতি প্রকাশ করে আয়োজিত আজকের সমাবেশে ছাত্রছাত্রী এবং সমাজের সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেন এবং দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

শিক্ষার্থীরা সরকারকে জাতীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে চলমান অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সমগ্র বিশ্বের আহ্বান উপেক্ষা করে আমেরিকার সমর্থনে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে, প্রতিদিন শত শত শিশু ও নারীকে হত্যা করা হচ্ছে। এই পৈশাচিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকেও জাতীয় ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানাবো।

ফারুক হোসেন নামে এক শিক্ষার্থী বাসসকে বলেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং বিশ্ব ইতিহাসের সর্বকালের সবচেয়ে জঘন্য ও বর্বর গণহত্যার অপরাধী। নিরীহ শিশু ও মানুষ হত্যার জন্য পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সামরিক এবং আর্থিক সহায়তাসহ সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

আরব দেশগুলোর নেতাদের দোষারোপ করে তিনি বলেন, আরব বিশ্বের নেতারা ইসরায়েলের পালিত দাস। যখন বিনা কারণে ফিলিস্তিনে তাদের ভাই বোনদের ওপর বোমা হামলা হচ্ছে তখন তারা আনন্দে মগ্ন। গাজার জনগণের প্রতি যদি তারা সামান্য সাহায্যও করত, তাহলে ইসরায়েল এমন গণহত্যা করার সাহস পেত না।

আরব দেশগুলোকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আরব দেশগুলো এখনও ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা ব্লকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। আরব দেশগুলো এখন ‘আরব-ইসরায়েল’ সংঘাত সমাধানের জন্য ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবিত ‘আব্রাহাম অ্যাকোর্ড (চুক্তি) এর উপর ঝুঁকে পড়ছে, যা মানবতা এবং ফিলিস্তিনিদের প্রতি স্পষ্ট অবমাননা।

এদিন বিক্ষোভকারীরা অবমাননার প্রতীক হিসেবে ইসরায়েলি পতাকা, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মূর্তিও পুড়িয়েছে।

ঢাবি ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে এবং অফিসিয়াল কার্যক্রম পুনরায় শুরু করেছে বিশ্বব্যাপী ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে এবং অফিসিয়াল কাজ দুই ঘণ্টার জন্য বন্ধ রেখেছে।

বিএসএমএমইউ-এর ক্লাস-পরীক্ষা স্থগিত
পাশাপাশি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি নোটিশ জারি করে ‘বিশ্বব্যাপী ধর্মঘট ও সংহতি কর্মসূচির’ সঙ্গে সংহতি প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুয়েটের প্রতিবাদ :

এদিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ও শিক্ষকরা সকাল সাড়ে ১১ টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে একটি মানববন্ধন করেন।

বুয়েটের শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে তা কেবল রাজনৈতিক সংকট নয়, বরং একটি চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, জরুরি স্বাস্থ্যসেবা স্থাপনা ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে যা সভ্যতার চরম অবক্ষয়।

‘আমরা, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচারে হত্যাকাণ্ড, বোমা হামলা, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

মানববন্ধন থেকে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র প্রতি সমর্থন জানিয়ে বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের দখলদারিত্ব বজায় রেখেছে।  দখলদার ইসরায়েলি বাহিনী পৌনে এক শতাব্দী ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব বজায় রেখেছে। কিন্তু আরব বিশ্ব এবং অন্যান্য শক্তিশালী দেশগুলি নীরব। আমি মনে করি খুব শিগগিরই ধ্বংসস্তূপ থেকে একটি স্বাধীন ফিলিস্তিন উঠে আসবে এবং এই উত্থান সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের ঐতিহাসিক পরাজয়কে চিহ্নিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০