স্ত্রীসহ বাগেরহাটের বন বিভাগের তিন কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:২২

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাগেরহাট জেলার ষাট গম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তার স্ত্রী লোপা রানী মন্ডল, বাগেরহাট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তার স্ত্রী মিসেস আকলিমা আহমেদ, আরেক কর্মকর্তা হরিদাস মধু এবং তার স্ত্রী দুলালী মধুর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয় পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব হিসাবে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, বাগেরহাট জেলার ষাট গম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তার স্ত্রী লোপা রানী মন্ডল, বাগেরহাট বন বিভাগের জি এম রফিক আহমেদ ও তার স্ত্রী মিসেস আকলিমা আহমেদ, হরিদাস মানু এবং দুলালী মধুর নামের পাঁচটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং ৩৫ জনের নামে মোট ১৩টি সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে। তারা উক্ত অর্থ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। উক্ত অর্থ অন্যত্র সরিয়ে ফেললে ভবিষ্যতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে উক্ত হিসাবসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ পুলিশ ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে : আইজিপি
পাক-ভারত বিরোধের মূল কারণ ও সংঘাতের কালপঞ্জি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা 
২৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিলস 
ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
তিউনিসিয়ায় নৌকাডুবি : ৮ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২৯ 
রাজশাহীর মানুষ পদ্মা নদীর পরিশোধিত পানি পাবে
ইউএন-এর শীর্ষ আদালত ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবিক দায়িত্ব নিয়ে শুনানি শুরু করবে
ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি: ডিএনসিসি প্রশাসক
১০