সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হককে ১৬ সেপ্টেম্বর, ২০২৪ সালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফাইল ছবি

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া বিফ্রিংয়ে মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

প্রথম মামলায় এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। এছাড়া ২০০৭ সালের ১৪ আগস্ট থেকে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ও তার প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ১২০ কোটি ১৫ লাখ ৭৭ হাজার ২১৬ টাকা জমা এবং ১ হাজার ১১৯ কোটি টাকা উত্তোলন করেছেন, যার মোট পরিমাণ ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন। উক্ত অর্থের উৎস গোপন করতে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।

অপরদিকে, দ্বিতীয় মামলায় এনামুল হকের স্ত্রী তহুরা হক ও এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তহুরা হক তার স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তার নামে থাকা দু’টি ব্যাংক হিসাবে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এই মামলায় উভয়ের বিরুদ্ধে একই আইনের ধারা ছাড়াও দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন।

দুদক জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অবৈধভাবে অর্জিত সম্পদের উৎস ও লেনদেনের বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা 
২৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিলস 
ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
তিউনিসিয়ায় নৌকাডুবি : ৮ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২৯ 
রাজশাহীর মানুষ পদ্মা নদীর পরিশোধিত পানি পাবে
ইউএন-এর শীর্ষ আদালত ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবিক দায়িত্ব নিয়ে শুনানি শুরু করবে
ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি: ডিএনসিসি প্রশাসক
চাঁদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু
আগামী ৩০ এপ্রিল থেকে জিলকদ মাস গণনা শুরু
১০