তৌফিকা আফতাবের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:০০
আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম। ফাইল ছবি

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বিশ্বস্ত’ হিসেবে পরিচিত আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় তার বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হবে।

শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, তৌফিকা করিমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ায় মামলার প্রক্রিয়া চলছে।
তিনি জানান, তৌফিকা করিমের নামে ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য মিলেছে। কিন্তু বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে ২ কোটি ৬২ লাখ ৭ হাজার টাকার।

এছাড়া তৌফিকা করিমের নামে থাকা ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ২০১ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ১৭২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এর মাধ্যমে তিনি অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তাই তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০