সাবেক প্রতিমন্ত্রী চুমকীর স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৪৩
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। ফাইল ছবি

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর স্বামী এবং বাংলাদেশ পেট্রোলিয়ম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের অনুমতি দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, মুহাম্মদ মাসুদুর রহমানের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্ত্রী মেহের আফরোজ চুমকী সরকারের দায়িত্বশীল পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ ভোগ দখলে রাখা এবং তা অর্জনে সহায়তা করার অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০