জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৬:৪০
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফাইল ছবি

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আজ রোববার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।  

শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। 

পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৩শ’-৪শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।

মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এহেন বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি: এজেডএম জাহিদ
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার
সিলেস ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান
টাঙ্গাইলে বিভিন্ন স্কুল-কলেজে ২ হাজার গাছের চারা বিতরণ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে : সংস্কৃতি উপদেষ্টা
জাতীয় ক্রীড়া পরিষদের টাকা যাচ্ছে রোলার স্কেটিং কমপ্লেক্সে: ডিপিডিসিকে পত্র ক্রীড়া পরিষদের
শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই
১০