পটিয়া আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জসিম গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:২৪ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৬:৩২
সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১২ জুলাই) রাত এগারোটার দিকে চট্টগ্রাম মহানগরের ২নং গেইট এলাকা থেকে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।

গত বছরের ৪ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধ। এসব ঘটনায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে পটিয়া থানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ জানান, গেল বছরের জুলাই আন্দোলনে পটিয়ায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেন ইনজামুল হক জসিম। শনিবার রাতে তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে খবর দেয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বলেন, যেহেতু তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে তাই আমরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেছি । তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এহেন বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি: এজেডএম জাহিদ
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার
সিলেস ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান
টাঙ্গাইলে বিভিন্ন স্কুল-কলেজে ২ হাজার গাছের চারা বিতরণ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে : সংস্কৃতি উপদেষ্টা
জাতীয় ক্রীড়া পরিষদের টাকা যাচ্ছে রোলার স্কেটিং কমপ্লেক্সে: ডিপিডিসিকে পত্র ক্রীড়া পরিষদের
শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই
১০