নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার দাবি নুরুল হক নুরের 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:৫০
আজ চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন নুরুল হক নুর। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): আগামী নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর  নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।  

তিনি বলেন, যৌথ বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে দেশে যে-সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা রোধ হবে এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে।  

আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নুরুল হক নুর এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের শিল্প এলাকাগুলোতে একদল দুর্বৃত্ত আধিপত্য, চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডারবাজি করছে। এগুলো নিরসনের জন্য নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা আবশ্যক হয়ে পড়েছে। অভিযান পরিচালনা করলে অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশ ও সাধারণ মানুষ রেহাই পাবে। যৌথ বাহিনী সাধারণ মানুষ আর ছাত্রদের ধরবে না, তারা দুষ্কৃতিকারীদেরই ধরবে। 

বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুরের পেছনে দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দিন দিন হামলা ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। পরিস্থিতি চরম আকার ধারণ করছে। দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতেও  অভিযান অব্যাহত রাখতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে ভিপি নুর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কে এমপি হবে সেটা আগে জানার সুযোগ থাকবে না। যার ফলে পেশিশক্তি, কালো টাকার প্রভাব রাজনীতিতে আর থাকবে না। কেন্দ্র দখল করতে যে ভায়োলেন্স হয় সেটাও থাকবে না। 

গণঅধিকার পরিষদ একটি অর্গানিক দল উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, গণআন্দোলনের মধ্য দিয়েই এ দলটি গঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সবগুলো নির্বাচন আয়োজন সম্ভব না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন আগে হওয়া উচিত। এতে করে আমরা রাজনৈতিক দলগুলোর চরিত্র দেখতে পেতাম। তারা কি আগের মতো মারামারি, কেন্দ্র দখল করছে কিনা, সে বিষয়ে দেখার সুযোগ আছে। এছাড়া প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সেটাও দেখা যাবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো. জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিএমইউজের সাবেক সভাপতি সামশুল হক হায়দরী, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, গণঅধিকার নেত্রী নাসরীন আকতারসহ সাংবাদিক ও গণঅধিকার পরিষদের নেতারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিক্ষার্থী মাহফুজ হত্যায় ছিনতাইকারী চক্রের ৫ জন গ্রেফতার
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ 
রাজধানীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নওগাঁয়ে বিএনপির মশাল মিছিল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দুই মাস বৃদ্ধি 
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের জয়
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
১০