চাঁদপুরে ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ কাজ: ইসলামি আন্দোলন বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চাঁদপুরে ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ গর্হিত কাজ।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলাম একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা। ইসলামের আইনি ব্যবস্থা পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ। ইসলামের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। সেখানে একজন ইমামের কোনো কথাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে তাকে কুপিয়ে আহত করা নিঃসন্দেহে গর্হিত কাজ। এটা ইসলামের শিক্ষা, দর্শন ও চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক একটি অপরাধ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলাম সম্পর্কে আলেম ও খতিবের বা কারো কোনো শব্দচয়ন বা বাক্য বা মন্তব্য যদি কারো কাছে আপত্তিকর বলে মনে হয় তাহলে বিষয়টি সমাধান করার জন্য উলামায়ে কেরাম রয়েছেন। ইসলামি বিশেষজ্ঞরা আছেন। মন্তব্য বা শব্দ ইসলামের ব্যাপারে মানহানিকর হলে তার বিচার ও সুরাহা পদ্ধতি রয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই নিজের বোধ-বিবেচনায় রক্ত ঝরানোর মতো কাজ করা ইসলাম সমর্থন করে না। চাঁদপুরের ঘটনা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের ইমানের আবশ্যকীয় শর্ত। এটা আমাদের ঐক্য ও সংহতির ভিত্তি। কিন্তু কারো মুখের শব্দ প্রয়োগকে কেন্দ্র করে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার নামে রক্ত ঝড়ানো নিঃসন্দেহে অপরাধ। এটা ইসলাম সমর্থন করে না। বরং এই ধরনের আচরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়বে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত ইমাম সাহেবের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং এই ধরনের হামলা ও তার নেপথ্যে থাকা চিন্তাকে প্রত্যাখ্যান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০