রাবিতে ‘জুলাই উইমেন্স ডে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৪৯
ছবি: বাসস

রাজশাহী, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই বিপ্লবে নারীদের অবদান স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে ‘জুলাই উইমেন্স ডে’।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘জুলাই বিপ্লবে দল, মত নির্বিশেষে সবাই তাদের অধিকার আদায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। একক কোনো ব্যক্তির মাধ্যমে এই অভ্যুত্থান সংগঠিত হয়নি। সকলের সম্মিলিত অংশগ্রহণে এটি সফল হয়েছিল। নারীরা সমানে সমানে ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে আন্দোলন করে গেছে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে সভায় আলোচক ড. রায়হানা শামস ইসলাম বলেন, ‘জুলাই আমার কাছে জাগরণ এবং এই জুলাইয়ের প্রাণভোমর ছিল আমাদের মেয়েরা। জুলাইয়ের মিছিলে তারা শুধু গলা মিলাইনি, তারা ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজেও আন্দোলন করে গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘জুলাইয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে ফ্যাসিবাদীদের অনেক অত্যাচারের চিত্র দেখেছি। এই জুলাই কোনো রাজনৈতিক ঘটনা ছিল না, এটি ছিল একটি সার্বিক গণঅভ্যুত্থান।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান। সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
১০