জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে: বিএমইউ ভিসি

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৩৫
ফাইল ছবি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণে জুলাই গণ-অভ্যুত্থান মাস পালনের অংশ হিসেবে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) আজ এক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত প্রদশর্নীর উদ্বোধন করেন বিএমইউ উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

উদ্বোধনকালে ডা. মো. শাহিনুল আলম বলেন, জুলাই বিপ্লব আবেগের বিষয়। জুলাই বিপ্লব নিয়ে পৃথিবীর বহুদেশে পলিটিক্যাল সায়েন্সে আগামী দিনে অনেক গবেষণা হবে। সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে। কাঙ্ক্ষিত বিজয় এসেছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।  

বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর বিষয় ও গুরুত্ব বিস্তারিত তুলে ধরেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্টার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে দলে রোহিত ও কোহলি
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ
ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
১০