জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে: বিএমইউ ভিসি

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৩৫
ফাইল ছবি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণে জুলাই গণ-অভ্যুত্থান মাস পালনের অংশ হিসেবে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) আজ এক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত প্রদশর্নীর উদ্বোধন করেন বিএমইউ উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

উদ্বোধনকালে ডা. মো. শাহিনুল আলম বলেন, জুলাই বিপ্লব আবেগের বিষয়। জুলাই বিপ্লব নিয়ে পৃথিবীর বহুদেশে পলিটিক্যাল সায়েন্সে আগামী দিনে অনেক গবেষণা হবে। সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে। কাঙ্ক্ষিত বিজয় এসেছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।  

বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর বিষয় ও গুরুত্ব বিস্তারিত তুলে ধরেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্টার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
১০