বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় : মঈন খান

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৪৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়’ উল্লেখ করে বলেছেন, গায়ের জোরে একজনের মত আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। যদি সবাই সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে, তাহলে দেশে বিদ্বেষপূর্ণ রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে না।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের বিজয় যেন কোনো দল বা গোষ্ঠীর রাজনৈতিক বয়ানের মধ্যে সীমাবদ্ধ না থাকে। জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে জাতির সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনই এখন দেশের গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ। এর বাইরে আর কোনো পথ নেই। কেউ যদি বলে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাহলে তাদের পথ আলাদা।

তিনি বলেন, ৫ আগস্টে যে বিজয় এসেছে, সেটা ছিল সংগ্রামের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন। তবে তা এখনও হয়নি। আর তৃতীয় ধাপ হলো জনগণের নির্বাচিত সরকার। তাহলেই আমাদের সেই বিজয় পূর্ণতা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০