জুলাই শহীদ দিবস উপলক্ষে এফবিসিসিআই’র দোয়া ও মিলাদ মাহফিল

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৫৭
ছবি: এফবিসিসিআই ফেসবুক পেইজ

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আজ জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

রাজধানীর মতিঝিল এলাকায় এফবিসিসিআই’র কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এফবিসিসিআই’র কর্মকর্তা-কর্মচারি ও মুসিল্লিগণ অংশ নেন। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্রজনতা ও সাধারণ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ অবস্থান থেকে জাতি ও রাষ্ট্রের প্রতি আমাদের যথাযথ দায়িত্ব পালন করি, তাহলে তাদের এই আত্মত্যাগ অর্থপূর্ণ হবে।

এফবিসিসিআই প্রশাসক গনঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আাহতরা যাতে সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন- সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০