আওয়ামী ফ্যাসিবাদ উপড়ে ফেলতে হবে: এনডিপি

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৪০

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি -এনডিপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ উপড়ে ফেলতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।’

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ কাদের মদদে মাথা চাড়া দিয়ে উঠেছে তা খতিয়ে দেখতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী দোসররা গোপালগঞ্জে পরিকল্পিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এনডিপি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

রাজধানীর বিজয়নগরে এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বিকেলে আয়োজিত শহীদদের স্মরণে দোয়া মাহফিল শেষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন ‘আজকের এই দিন শুধু স্মরণ করার জন্য নয়, বরং নতুন প্রতিজ্ঞার দিন। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। শহীদদের আত্মত্যাগ আমাদের চেতনার উৎস।’
সভায় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া এনডিপি নেতা লোকমান হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 
কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: আলামতসহ মূল আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান: বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না : মীর সরফত আলী সপু
নতুন প্রেরণা: বগুড়া শিবগঞ্জে ১১০টি ভোটকেন্দ্র কমিটিতে বিএনপির ১৭ হাজার সদস্য
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শামা ওবায়েদের
নীলফামারী জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠিত
১০