আওয়ামী ফ্যাসিবাদ উপড়ে ফেলতে হবে: এনডিপি

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৪০

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি -এনডিপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ উপড়ে ফেলতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।’

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ কাদের মদদে মাথা চাড়া দিয়ে উঠেছে তা খতিয়ে দেখতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী দোসররা গোপালগঞ্জে পরিকল্পিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এনডিপি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

রাজধানীর বিজয়নগরে এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বিকেলে আয়োজিত শহীদদের স্মরণে দোয়া মাহফিল শেষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন ‘আজকের এই দিন শুধু স্মরণ করার জন্য নয়, বরং নতুন প্রতিজ্ঞার দিন। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। শহীদদের আত্মত্যাগ আমাদের চেতনার উৎস।’
সভায় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া এনডিপি নেতা লোকমান হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০