শিল্পকলায় আগামীকাল নাটক ‘ব্যতিক্রম এবং নিয়ম’

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২২:০৪

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : মনসুন রেজ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক ‘ব্যতিক্রম এবং নিয়ম’ (Exception and the Rule) অনুষ্ঠিত হবে আগামীকাল।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে।

নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে নাটকটি মূলত ইংরেজি ভাষায় জার্মানের একটি নাটক, যার নাট্যকার হিসেবে রয়েছেন বার্টোল্ট ব্রেখট। অনুবাদ করেছেন শহিদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন শাহীন সাইদুর, মঞ্চ ও আলোক পরিকল্পনা মো. সাইফুল ইসলাম, মঞ্চ পরিকল্পনা সহকারী তানজি কুনসহ প্রমুখ। নাটকটি মঞ্চায়ন করবে ‘প্রাচ্যনাট’।

নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, বার্টোল্ট ব্রেখট চর্চা বাংলাদেশে নাট্য আন্দোলনের সঙ্গে ওতপ্রোত জড়িত। আমাদের নাটকে যে প্রতিবাদের ভাষ্য আর সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, তা ব্রেখট চর্চায় নতুন মাত্রা যোগ করে। নির্দেশক হিসেবে ব্রেখট এর নাটক প্রত্যক্ষ অংশগ্রহণে যে অনুপ্রেরণা জন্ম হয়েছিল অভিনেতা হিসেবে তারই ধারাবাহিকতা ‘ব্যতিক্রম ও নিয়ম’ প্রযোজনায় উজ্জীবিত করে।

তিনি বলেন, নব্বই দশকে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ফ্রিৎজ বেনেভিটস্ নির্দেশনা দিয়েছিল ‘লোক সমান লোক’ (Man Equals Man)|। সেই প্রযোজনায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ এবং জার্মান নির্দেশকের ব্রেখট বিশ্লেষণ এবং দর্শনগত জায়গায় তার উপলব্ধি এক নতুন চিন্তার জন্ম দিয়েছিল। ব্রেখট সম্পর্কে অধিত জ্ঞান প্রায়োগিক স্তরে উপস্থাপনের সূত্রপাত তখন থেকে। ‘ব্যতিক্রম ও নিয়ম’ ব্রেখটের শিক্ষামূলক নাট্যগুলোর অন্তর্ভুক্ত। এই শিক্ষা ন্যায়, বৈষম্যহীন সমাজের আহ্বান, ক্ষমতার চেহারা উন্মোচন এবং নাটকের কারিগর আর দর্শকের কাছে সমাজ বিশ্লেষণে বিবেক জাগ্রত করতে উসকে দেন নাট্যকার। জুলাই গণঅভ্যুত্থানের জনদাবি যা দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে রক্তের রঙে আঁকা আছে তা যেন ‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকেরই বিষয়-আশয়।

অপেক্ষাকৃত নবীন নাট্যজনদের এই প্রয়াস বাংলাদেশে ব্রেখট চর্চায় এক অকিঞ্চিত পদক্ষেপ হয়ে রইবে বলে আশা রাখি। নাটকটিতে নেপথ্য ও বিভিন্ন চরিত্রে প্রায় ৪০ জন শিল্পীর অংশগ্রহণ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
১০