খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:০৮
প্রতীকী ছবি

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : আজ সকাল দশটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।’

এর আগে, সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বুলেটিনে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ছয়টায় ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এতে আরও বলা হয়েছে যে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর আজ সকালে পৃথক দুটি বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর সংকেত ও আভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই স্মরণ : আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের ওপর চাপ
আইসিসিবির ৩০তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ঢাবির এ. এফ. রহমান হলে অধূমপায়ীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না
বিচার নিশ্চিত না হলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে
১০