অতিরিক্ত ভাড়া আদায় : বগা ফেরিঘাটের ইজারা বাতিল করলো সওজ

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৫৪
পটুয়াখালীর বগা ফেরিঘাট। ছবি: বাসস

পটুয়াখালী, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বগা ফেরিঘাটে যাত্রী ও পরিবহন চালকদের কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

এ সিদ্ধান্ত কার্যকর করে ২৪ জুলাই ঘাটটির সব নথিপত্র ইজারাদারের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বাউফল উপজেলার বগা ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন পারাপার হলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছিল। ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্স এসব ভাড়া আদায় করছিল বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, দুই চাকার যানবাহন থেকে নেওয়া হতো ১০-১৫ টাকা, অথচ সরকার নির্ধারণ করেছে মাত্র ৫ টাকা। অটোরিকশার ক্ষেত্রে ১০ টাকার স্থলে আদায় করা হতো ৪০-৫০ টাকা।

এভাবেই প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, মিনিবাস ও ভারী ট্রাক পর্যন্ত সব যানবাহনের ভাড়া কয়েকগুণ বাড়িয়ে আদায় করা হচ্ছিল বলে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যুব ফোরামের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই ঘাটে যাত্রীদের সঙ্গে হয়রানি চলছিল। “প্রথমে মৌখিকভাবে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠিত হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়।”

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, “তদন্তে দেখা গেছে ইজারাদার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি আদায় করছিলেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর চুক্তি বাতিল করা হয়।”

অভিযোগ অস্বীকার করে ইজারাদার শিবু লাল দাস বলেন, “আমি নিয়ম মেনেই ইজারা নিয়েছি। ৬ কোটি টাকা বিনিয়োগ করেছি। আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আমি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি।” তিনি আরও বলেন, “ভাড়া নিয়ে অতীতে যেমন ব্যবস্থা ছিল, এখনো তাই রয়েছে। অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়নি।”

স্থানীয় যাত্রী ও চালকদের মতে, দীর্ঘদিন পর প্রশাসনের হস্তক্ষেপে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতে এ ঘাটে সুশাসন নিশ্চিত হবে এবং যাত্রী হয়রানি বন্ধ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬
চাঁদপুরে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি
২ আগস্ট/৩৩ জুলাই : ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ, ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প
হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ২৮৮ জন
গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ
আগামীকাল সুপ্রিম কোর্টে আইন শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সংলাপ
ঢাবিতে জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী সেমিনার সিরিজ
১০