ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১২:০৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে ‘ন্যক্কারজনক’ বলে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার হামলায় কিয়েভে কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প এ মন্তব্য করেন। 

তিনি বৃহস্পতিবার রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি রাশিয়া যা করছে, তা ন্যক্কারজনক, এটি ঘৃণ্য।’ 

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে পরবর্তীতে রাশিয়া সফরে পাঠাবেন। 

উইটকফ বর্তমানে ইসরাইলে সফরে আছেন।

ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ট্রাম্পের প্রচেষ্টা থমকে যাওয়ার আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইতোমধ্যেই মস্কোতে একাধিকবার উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।

কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটন মস্কোকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার এই সময়সীমা পুনর্ব্যক্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট পুতিনের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।’

ট্রাম্প পূর্বে হুমকি দিয়েছিলেন যে, নতুন পদক্ষেপের ফলে রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদার, যেমন চীন ও ভারত, তাদের লক্ষ্য করে ‘দ্বিতীয় শুল্ক’ আরোপ করা হতে পারে।

এটি রাশিয়াকে আরো দমিয়ে রাখবে, তবে এর ফলে উল্লেখযোগ্য আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাতের ঝুঁকি তৈরি করবে।

মার্কিন প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ তখন থেকেই তীব্রতর হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, মস্কোর মারাত্মক আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ট্রাম্প পুতিনের প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
বান্দরবানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে
বান্দরবান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
পটুয়াখালীতে কুয়াকাটা পৌরসভার কর মেলা
নওগাঁয় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ 
হালান্ডের হ্যাটট্রিকে নরওয়ের জয়, এস্তোনিয়াকে হারিয়ে আশা টিকিয়ে রেখেছে ইতালি
শেবাচিমে ইন্টার্নি চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর
কুয়াকাটায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জরিমানা
সিলেটে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধন
১০