বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৪:৩১
ছবি : বাসস

বান্দরবান, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): স্বৈরাচার আওয়ামী সরকারের ১৭ বছরের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার ৭৫০ জন নেতাকর্মী ও সমর্থককে সম্মাননা প্রদান করা হয়েছে। 

বান্দরবান ৩০০ নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী গতকাল বৃহস্পতিবার তাদের এ সম্মাননা প্রদান করেন।

সকাল ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকার হোটেল হিলভিউ সেন্টারে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্যাতিত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অসুস্থ হয়ে মারা যাওয়া পাঁচজন নেতাকর্মীর মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বিএনপি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আন্দোলনে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তারাই বিএনপির প্রাণ।

নেতারা বলেন, বিরোধী মতকে দমন করতে আওয়ামী সরকার গত ১৭ বছর ধরে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। গণতন্ত্রের জন্য লড়েছে বিএনপির নেতাুকর্মীরা। সরকার ভয় দেখাতে মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু তাতেও কেউ দমে যায়নি।

নির্যাতিত অনেক নেতা-কর্মী বলেন, সাচিং প্রু জেরী তাদের দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন। মামলার ব্যয়ভারও বহন করেছেন। এ জন্য তাকে প্রার্থী ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০