
দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুরের বিরল উপজেলার দুই নাশকতা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকুল চন্দ্র রায়কে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শহরের বড়মাঠ সংলগ্ন হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে রাত ১২ টার দিকে দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করেন।
মুকুল চন্দ্র রায় উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত. নলিত চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মুকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিরল থানায় পৃথক দুটি নাশকতা মামলা রয়েছে। ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সময় সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে পৃথক দুটি মামলা হয়। মুকুল চন্দ্র রায় মামলা দুটির তালিকাভুক্ত আসামি।
বিরল থানার ওসি (পরিদর্শক) মো. আব্দুস সবুর জানান, আজ শুক্রবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মুকুল চন্দ্র রায়কে জেল হাজতে পাঠানো হবে।